রুশ প্রশাসনের পক্ষ থেকে অ্যালেপ্পোতে তাদের অত্যাধুনিক ‘নাইট হান্টার’ গান শিপ ব্যবহারের তোড়জোড় চলছে। এমন পরিস্থিতিতে মস্কোকে এই অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহারের জন্য সতর্ক করল আমেরিকা। রুশ কম্যান্ড সূত্রের খবর, সাধারণত ন্যাটো বাহিনী যে অ্যাপেচ গান শিপ ব্যবহার করে থাকে তার চেয়ে বহুগুণ বেশি কার্যকরী এই রুশ নাইট হান্টার হেলিকপ্টার। যা এক নিমেশে শেষ করে দিতে পারে শত্রু পক্ষকে। খবর কলকাতা ২৪ ৭ নিউজের।
খবরে বলা হয়, পুতিন প্রশাসন ‘সাতান ২’ নামের পারমাণবিক মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার কিছু দিনের মধ্যেই সামনে এনেছিল তাদের এই সর্বাধুনিক সামরিক অস্ত্রকে। রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, এই হেলিকপ্টারে রয়েছে স্মার্ট বম্ব। যা এসকর্ট ড্রোনের সঙ্গে তথ্য বিনিময়ে সক্ষম। এমনকি এই হেলিকপ্টারে রয়েছে ‘সিগন্যাল ইনফরমেশন স্পেসের’ মতো জ্ঞাপন পদ্ধতি। যা এই রবোটিক এয়ারক্রাফটকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হামলা চালাতে সাহায্য করবে। রুশ সামরিক মন্ত্রণালয় সূত্রের খবর, চলতি মাসেই সেনার হাতে চলে আসতে পারে এই হেলিকপ্টার।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-০৮