দীর্ঘ এক মাস শোক পালনের পর আগামী ১ ডিসেম্বর রাজমুকুট গ্রহণ করবেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ন। সামরিক বাহিনীর উত্থাপিত একটি খসড়া সংবিধান বিষয়ে মতামত দেয়ার পর নিজের জন্য সিনিয়র রাজকীয় কর্মী নিয়োগ দেবেন তিনি। এরপর রাজমুকুট গ্রহণের কার্যক্রম শুরু হবে। খবর বিবিসি।
গত ১৩ অক্টোবর বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করা ভূমিবল আদুলিয়াদে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। রাজার মৃত্যুর পর ক্রাউন প্রিন্স শোকপালনের জন্য সময় চান।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৩