ভারতে অবস্থানরত মার্কিন অভিবাসী ও পর্যটকদের ওপর আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশিত হয়েছিল দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে। এরপরই মার্কিন নাগরিকদের সতর্ক করল ভারতের মার্কিন দূতাবাস। খবর কলকাতা২৪।
মার্কিন ভ্রমণ উপদেষ্টার পক্ষ থেকে জানান হয়েছে, হামলার তালিকায় থাকতে পারে পর্যটন কেন্দ্র, মার্কেটসহ একাধিক স্থান। ফলে সতর্ক থাকতে বলা হয়েছে ভারতে বসবাসকারী মার্কিন অভিবাসীদের।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৫