ভারতের কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধী ও দিল্লির উপপ্রধানমন্ত্রী মনিশ শিশোদিয়াকে আজ বুধবার আটক করার কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।
সরকারের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে আত্মহত্যা করা সাবেক সরকারি কর্মকর্তা রাম কৃষাণ গ্রিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আজ বুধবার তাদের আটক করা হয়।
পুলিশ কমিশনার এমকে মিনা বলেন, নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যাওয়ার পথেই আটকে দেয়া হয় রাহুলকে। পরে তাকে মন্দির মার্গ থানায় রাখা হয়। পরে রাহুলকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এর আগে কর্তব্যে বাধা দেয়ার অভিযোগে রাহুলকে আটক করা হয়। গ্রিওয়ালের পরিবারের সদস্যদেরও আটক করা হয়। কারণ তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা হাসপাতালে আন্দোলনও শুরু করেছেন।
পুলিশি বাধার মুখে পড়ায় ভীষণ রেগে যান রাহুল। তিনি বিদ্রুপ করে বলেন, হিন্দুস্থান নতুন করে তৈরি হচ্ছে, ভাইয়া।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/এনায়েত করিম-১৭