ছেড়ে দেওয়ার পর ফের আটক করা হয়েছে ভারতের কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে। কনট প্লেস পুলিশ স্টেশনের কাছ থেকে বুধবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো তাকে আটক করা হয়। সেখানে রাহুল আত্মহত্যা করা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খবর এনডিটিভি'র।
এদিন বিকেলে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে একবার নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যাওয়ার পথে আটক করা হয়। সরকারের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে আত্মহত্যা করা সাবেক সরকারি কর্মকর্তা রাম কৃষাণ গ্রিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। ওই পরিবারটি রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই কংগ্রেস সহ-সভাপতিকে আটক করা হয়। তাকে আটক করে মন্দির মর্গ থানায় রাখা হয়। থানায় ৭০ মিনিটের মতো রেখে পরে আলোচনার মাধ্যমে রাহুলকে ছেড়ে দেয় পুলিশ।
এরপর রাহুল কনট প্লেস পুলিশ স্টেশন এলাকায় আত্মহত্যা করা এক সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে ফের তাকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাহুলকে কনট প্লেস পুলিশ স্টেশন থেকে পুলিশ ভ্যানে করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে এদিন দিল্লির উপপ্রধানমন্ত্রী মনিশ শিশোদিয়াকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ও সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমার কিছু বলার নেই। ঝুঁকি কমাতে পুলিশ যা খুশি তা করতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১২