ইন্দোনেশিয়ায় শরণার্থীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ও ৩৬ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে প্রায় ১শ’ শরণার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার স্থানীয় পুলিশ প্রধান সাম বুডি গুসদিয়ান বলেন, নৌকাটিতে ৯৩ জন যাত্রী ছিলেন। এটি মালয়েশিয়া থেকে ইন্দোনেশীয় দ্বীপ বাতামে যাচ্ছিল। বাতাম সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত।
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় ১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নৌযানটির ৩৯ যাত্রীকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ৩৬ জনের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।'
গুসদিয়ান বলেন, তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যরা জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই নৌযানটি ডুবে যায় বলে ধারণা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯