উরিতে পাকিস্তানের হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। তারপর থেকে যখনই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তখনই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনারা। গত মঙ্গলবার ভারতীয় সেনারা পাকিস্তানের ১৪টি সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছিল। এখন সেই পাকস্তানি সেনাঘাঁটিগুলো উড়ানোর ভিডিও প্রকাশ করলো বিএসএফ। খবর এবেলার।
বিএসএফ ৩৪ সেকেন্ডের একটি এই ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, পাকিস্তান ক্রমাগত ভারতীয় সীমান্তে আঘাত হানছে। প্রতিবার ভারতও উত্তর দিয়েছে। পাকিস্তান ভারতের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাতে শুরু করেছে। তবে ভারত তা করেনি। ভারতীয় সেনারা প্রত্যেকবার সাধারণ পাকিস্তান নাগরিকদের বাঁচিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও তাদের মদত দেওয়া পাকিস্তানি সেনা ঘাঁটিগুলিতেই আক্রমণ চালিয়েছে। পাকিস্তান যতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালাবে, ততবারই ভারতীয় সেনারা প্রত্যুত্তর দেবে বলে জানিয়েছেন বিএসএফের আধিনায়ক।
বিডি প্রতিদিন/এ মজুমদার