ভারতের গোয়ার ভাস্কো থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে ভুক্তভোগী স্থানীয় যুবক ফার্নান্দে (২১) জানিয়েছেন, থানার পুলিশ তাকে নগ্ন করে নাচিয়ে ছবি তুলেছে।
ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বর মাসে। ঘটনায় পর মানসিকভাবে বিপর্যস্ত ফার্নান্দে দুই পুলিশ কমকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগে বলেন, থানা হাজতে তাকে নগ্ন করে নাচতে বাধ্য করা হয়েছিল। সেই নাচের ছবি তোলার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেয়ার হুমকি দেয়া হয় তাকে। তাছাড়া থানার এক নারী কর্মকর্তা তার চুলও কেটে দেয় বলে অভিযোগে জানালো ফার্নান্দে।
আর যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল সে তার সাবেক প্রেমিকার কাছ থেকে ৯ হাজার টাকা ধার নিয়েছিল। সময় মতো সে টাকা ফেরাতে না পারায়, তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন প্রেমিকার মা। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই দুই পুলিশ কর্মকর্তা এইসব অভিযোগ অস্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার