পাকিস্তানের বালোচিস্তানে পরিত্যক্ত তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ হয়ে ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় ৬০ জন আহত ও ২৫ থেকে ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে গাদানির একটি বন্দরে পরিত্যক্ত ট্যাঙ্কারটিতে পরপর বিস্ফোরণ ঘটে। ওই সময় সেখানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করছিলেন। ফলে তারা এ দুর্ঘটনার শিকার হন। দমকল কর্মী এবং নৌবাহিনীর সদস্যরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন।
দশ দিন আগে ২২ হাজার টনের ট্যাঙ্কারটি বন্দরে আটকে পড়ে। সেটিকে সরানোর কাজ শুরু হয় গত মঙ্গলবার থেকে। তখনই মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ট্যাঙ্কারটিতে এখনও কিছুটা তেল অবশিষ্ট রয়েছে। ফলে মাঝেমধ্যেই বিস্ফোরণ ঘটছে এবং আগুন নেভাতেও অসুবিধা হচ্ছে। এছাড়া কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় নিহতের সংখ্যা আরও বেড়েছে।
শ্রমিকদের সুরক্ষার ব্যাপারটি নিয়ে বরাবর পাকিস্তানের শ্রমিক সংগঠনগুলো অভিযোগ জানিয়ে এসেছে। এর আগে ২০১২ সালে করাচির একটি বস্ত্র কারখানায় আগুন লেগে মারা যান ২৫৭ জন। আহত হন ৬০০ জন।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২