প্রায় আড়াই বছর পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তাদের শক্ত ঘাঁটি মসুলের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইরাকি সরকারি বাহিনী। এই যুদ্ধে অংশ নেওয়া প্রায় ৫০ হাজার যোদ্ধার মধ্যে রয়েছে ইরাকি সেনাবাহিনী, কুর্দি এবং সুন্নি বিভিন্ন গোষ্ঠীর মিলিশিয়ারা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বিবিসি বলছে, মসুলের দক্ষিণ-পূর্বের একটি গ্রাম যা আইএসের হাতছাড়া হয়েছে, সেখানে প্রতিহিংসামূলক কার্যকলাপে মেতে উঠেছে শক্তিশালী স্থানীয় গোত্রের সুন্নি মিলিশিয়া বাহিনী। তারা আইএসের সঙ্গে সম্পৃক্তার সন্দেহে ওই এলাকার পুরুষ এবং কিশোরদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, সুন্নি মিলিশিয়ারা সন্দেহভাজনদের কাউকে বৈদ্যুতিক শক দিচ্ছে কিংবা কাউকে গাড়ির সাথে বেধে রাস্তার ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে নির্যাতন করছে।
মসুলে ৩ থেকে ৫ হাজার পর্যন্ত আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়। ২০১৪ সালের জুনে এ শহরটি দখলে এই জঙ্গিগোষ্ঠীটি।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৬/মাহবুব