পাকিস্তানের করাচির ল্যান্ডি রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৪০ ব্যক্তি আহত হয়েছেন।
সকালে মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেসের সঙ্গে লাহোর থেকে আসা ফরিদ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ফরিদ এক্সপ্রেস স্টেশনে দাঁড়ানো ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ বাধার পর আটকে পড়া যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বলেন, রেলওয়ে কর্মকর্তা ভুল করে সবুজ সংকেত দিয়ে ফেলার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/এনায়েত করিম/ফারজানা-৮