জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নেতা আল-বাগদাদির একটি ভিডিও বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। তাতে বাগদাদি আইএসের শেষ শক্ত ঘাঁটি ইরাকের মসুল শহরের মাটি আঁকড়ে পড়ে থাকতে তার শিষ্যদের নির্দেশ দিয়েছেন। বাগদাদি ওই ভিডিওতে আরও বলেন, শত্রুদের সামনে দুর্বল হলে, লজ্জার শেষ থাকবে না। তাই শত্রুপক্ষের সামনে কখনো দুর্বল হওয়া চলবে না। শত্রুর শক্তির কাছে মাথা নত করার চেয়ে, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয়া হাজার গুণ বেশি সম্মানের।
২০১৪ সালের জুন মাসে শেষবার সরাসরি ভাষণ দিতে দেখা যায় বাগদাদিকে। সেই ভিডিওতে ‘ইসলামিক স্টেট’ স্থাপনের ঘোষণা করেছিলেন তিনি।
বেশ কয়েকদিন ধরে মসুলে আইএস নিধনে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সম্প্রতি শহরের উপকণ্ঠে ঢুকে পড়ে ইরাকি সেনারা। আইএসও পিছু হটতে বাধ্য হচ্ছে। গত দু' বছর ধরে ইরাকের মসুলে ঘাঁটি গেড়ে আছে আইএস।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ ফারজানা-০৫