যুক্তরাষ্ট্রের লোয়া অঙ্গরাজ্যে বুধবার আকস্মিক বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে অঙ্গরাজ্যটির রাজধানী ডেস মোইনেসের উপশহর আরবান্ড্যাল থেকে ৪৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী স্কোট মাইকেল গ্রিনকে আটক করেছে।
হামলার পর স্কোটকে শনাক্ত করার দুই ঘণ্টার কম সময়ের মধ্যে তাকে আটক করা হল।
হামলাকারীকে শনাক্ত করার পর তাকে সশস্ত্র বিপজ্জনক হিসেবে অভিহিত করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
ডেস মোইনেসের পুলিশ সার্জেন্ট পল পারিজেক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই গ্রিনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।’
বুধবার ভোরবেলা গাড়িতে করে দুই পুলিশ কর্মকর্তা টহল দেয়ার সময় তাদের ওপর আকস্মিকভাবে পৃথক এই হামলা চালানো হয়। দুই মাইল ব্যবধানে হামলা দুটি চালানো হয়েছে।
পারিজেক বলেন, ‘নিহত দুই কর্মকর্তাদের কেউই সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে মোকাবেলা করার সুযোগ পাননি বলেই মনে হচ্ছে।’
আরবান্ড্যাল পুলিশের প্রধান কর্মকর্তা রোস ম্যাককারটি বলেন, একটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে মনে হচ্ছে .২২৩ ক্যালিবার অস্ত্র দিয়ে ১৫ থেকে ৩০টি গুলি করা হয়েছে এবং হামলাকারী পায়ে হেঁটে পুলিশের গাড়ির কাছে আসে।
নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন অ্যান্টনি বেমিনিও (৩৯) ও জাস্টিন মার্টিন (২৪)।
অ্যান্টনি ডেস মোইনেস পুলিশ ডিপার্টমেন্টে ১১ বছর দায়িত্ব পালন করেন এবং জাস্টিন আরবান্ড্যাল পুলিশ বাহিনীতে এক বছর ধরে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় রাত ১টায় আরবান্ড্যাল হাই স্কুলের পাশে মার্টিনের মরদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
২০ মিনিট পর কাছের একটি চৌরাস্তায় বেমিনিওকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে পাঠানোর পর তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪