‘রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে!’ গল্পের বইয়ের বাইরে সেই ছবিই এখন চূড়ান্ত সত্য। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় এখন নবাব-ফকির সবাইকে একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে।
এটিএম বা ব্যাঙ্কের বাইরের লাইনে। রাজা-উজির বা ফকির, ধনী-দরিদ্র্য কোনও অন্তর নেই সেখানে। কেউ ১০০০ টাকার নোটের বান্ডিল ব্যাঙ্কে জমা দিলেও ৪০০০ টাকার বেশি একদিনে এক্সচেঞ্জ করা সম্ভব নয়।
দেশজুড়ে এই একই ছবি। কিন্তু সাধারণ মানুষকে চমকে দিয়ে শুক্রবার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে। দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে লম্বা লাইনে রাহুল দাঁড়িয়ে রইলেন বেশ হাসিমুখেই। মঞ্চে ভাষণের সময় যতই মোদিকে আক্রমণ করুন না কেন, এদিন কিন্তু দিব্যি লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল কংগ্রেস-যুবরাজকে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় ব্যাংক থেকে টাকা তোলা ছাড়া উপায় নেই। নিজেই সে কথা বললেন, “আমি ৪০০০ টাকা তুলতে এসেছি। সঙ্গে অবশ্য জুড়ে দিলেন, 'আমার গরিব ভাই-বোনেদের কষ্ট হচ্ছে। আমি তাদের সঙ্গে এখানে দাঁড়াতে এসেছি।'
সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেও নিরাপত্তারক্ষীরা আগাগোড়াই ঘিরে ছিলেন রাহুল গান্ধীকে। তার মধ্যেই অনেকের আবদারে হাসিমুখে সেলফির জন্য পোজ দিলেন। সংবাদমাধ্যমকে জানালেন, 'তুঘলকি নিয়ম চালু করেছেন মোদিজি। আমার চারপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকে সাধারণ মানুষ। প্রত্যেকে এই সিদ্ধান্তের ফলে ভুগছেন।'