জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বুলেট ট্রেনে চড়ে কোবি থেকে টোকিও রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’জনের একসঙ্গে তোলা একটি ছবি টুইটারে আপলোড করেছেন মোদি। তিনি লিখেছেন, ‘শিনকানসেন বুলেট ট্রেনে চড়ে কোবি যাচ্ছি। সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। অসাধারণ অভিজ্ঞতা।’
বুলেট ট্রেনে চড়ে কোবি যাওয়ার কথা গতকালই ঘোষণা করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তিনি বলেছিলেন, ‘শিনকানসেন বুলেট ট্রেনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা পৃথিবীর সবথেকে নিরাপদ প্রযুক্তি ব্যবস্থা। শনিবার নিজের চোখেই দেখতে পাবেন মোদি।’
ঘণ্টায় ২৪০ থেকে ৩২০ কিলোমিটার বেগে চলে জাপানের এই শিনকানসেন বুলেট ট্রেনটি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ট্রেনটি রেললাইন ধরে চলে না। বরং বেশিরভাগ সময়ই মাটি থেকে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে চলে। রেল লাইনের দু’পাশে বৈদ্যুতিক চুম্বক ব্যবহার করা হয়। যার ফলে গতিবেগ বাড়লে ট্রেনটি মাটি থেকে ১০ সেন্টিমিটার ওপরে উঠোলেই এটি হাওয়ায় ভাসে। একদম বিমানের মতো।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-২