আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে ভিতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে চার আমেরিকান নিহত হয়েছেন, যা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবস্থিত বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেন, বিস্ফোরণে দুই ঠিকাদার ও দুই সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও ১৬ মার্কিন কর্মজীবী এবং এক পোলিশ সেনা আহত হয়েছেন বলেও তিনি জানান।
এদিকে, হামলার দ্বায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তাদের যোদ্ধা এই হামলা চালায়।
বিবিসি জানায়, বাগরাম অতীতে জঙ্গিরা লক্ষ্যবস্তু করা হয়েছে, কিন্তু এই প্রথমবার একটি সামরিক ঘাঁটির ভেতরে বোমার হামলার ঘটনা ঘটল
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর/মাহবুব