বিহারে প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক সিনিয়র সাংবাদিককে। শনিবার রোহতাস জেলার সাসারাম এলাকায় বাড়ির কাছে খুন হন হিন্দি দৈনিক পত্রিকা ‘দৈনিক ভাস্কর’-এর সাংবাদিক ধর্মেন্দ্র সিং।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে সাসারামে বাড়ির পাশেই একটি চায়ের দোকানে চা খেতে এসেছিলেন ধর্মেন্দ্র। সেসময়ই বাইক করে তিন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে বুকে গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ধর্মেন্দ্র। এরপরই স্থানীয় লোকজন তাকে সাসারামের সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাণসী নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। গুলি করেই দুর্বৃত্তরা গা ঢাকা দেয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুফাস্সিল থানার পুলিশ।
নিহতের পরিবারের লোকের দাবি, কয়েকদিন ধরেই খনি মাফিয়ারা ধর্মেন্দ্রকে খুনের হুমকি দিচ্ছিল। ঘটনার পরই বিহারের আইনশৃঙ্খলা অবনতির জন্য নীতিশ কুমারের নেতৃত্বে জোট সরকারকে দায়ী করেছে বিজেপি ও তার সহযোগী দল লোক জনশক্তি পার্টি (এলজেপি), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম)।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ