পাকিস্তানের একটি সুফি মাজারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন। শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতির বরাত দিয়ে এ খবর জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দৈনিক দ্য ডন।
মীর সরফরাজ আহমেদ বলেন, হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।
জানা গেছে, সুফি সংস্কৃতি 'ধামাল' চলার সময় মাজার প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম/মাহবুব