ভারতের ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের কোপ এবার গিয়ে পড়ল এক সদ্যোজাত শিশুর ওপর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে শিশুর আত্মীয়দের জানানো হয়, ওই দুটি নোট নেওয়া হবে না। তাই ভর্তি নেওয়া হয়নি শিশুটিকে। ফলে বিনা চিকিৎসাওয় শিশুটি মারা যায়।
মুম্বাইয়ের গোবিন্দএ জীবন জ্যোত হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই হাসপাতালেই ডা. শীতল কামথ-এর কাছে চিকিত্সামধীন ছিলেন কিরণ শর্মা। তাঁর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল আগামী ৭ ডিসেম্বর। কিন্তু গত ৯ নভেম্বর হঠাত্ই। প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। বাড়িতেই
গত ৯ নভেম্বর এক পুত্র সন্তানের জন্ম দেন মুবাইয়ের বাসিন্দা কিরণ শর্মা। তবে জন্মের পর থেকে সদ্যোজাত সন্তান খুবই অসুস্থ হয়ে পড়ে। মা এবং সন্তানকে তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. কামথ তাদের পরীক্ষা করে ভর্তি হতে বলেন। তবে গত ৮ তারিখ রাতে নোট বাতিল হওয়ায় রোগীর আত্মীয়দের কাছ থেকে ৫০০ এবং ১০০ টাকার নোট নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বলা হয়, ১০০ রুপির নোটে বিল পরিশোধ করলেই ভর্তি করা হবে রোগীকে। কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও জরুরি পরিষেবায় ওই নোট নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা বাড়িতে ফিরে যান। এক দিনের মধ্যে শিশুর অবস্থা খুবই খারাপ হয়। তারা ফের হাসপাতালে নিয়ে গেলে ওই একই কথা বলা হয় তাদের। অন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। বিনা চিকিৎসায় মারা শিশুটি।
কেন্দ্রীয় সরকার নোট বাতিল করার সময় ঘোষণা করে, ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত সমস্ত জরুরি পরিষেবা যেমন, হাসপাতাল, ট্যাক্স দেওয়া, ইলেকট্রিক বিল মেটানো ইত্যাদির ক্ষেত্রে পুরনো নোট নিতে হবে। সেই নির্দেশিকা মানা হয়নি এই হাসপাতালে। শিবাজি নগর পুলিশ থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/মাহবুব