পাক-ভারত সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা বাহিনীকে লক্ষ্য করে বালাকোট ও কেরান সেক্টরে গুলি চালায় পাক সেনারা। শনিবারের রাতের এই ঘটনা সীমান্তের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। খবর কলকাতা ২৪x৭ নিউজের।
খবরে বলা হয়, শনিবার সকালেও উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার এই কেরান সেক্টরে গুলি চালায় পাক সেনারা। এসময় নিহত হয় হারসিদ বাদারিয়া নামে এক ভারতীয় সেনা।
প্রসঙ্গত, প্রায়ই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিনিয়ত মারা যাচ্ছেন ভারতীয় সেনা। কিছু ক্ষেত্রে এই আঁচ পড়ছে সাধারণ মানুষের উপরেও। কালো টাকা সাদা করতে আপাতত ব্যস্ত দেশটির কেন্দ্রীয় সরকার। যদিও কেন্দ্রের এই নীতি আদৌ পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার জন্যই। তবুও মাঠে ফের কিভাবে জবাব দেয় ভারত এখন সেটাই দেখার বিষয়।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৬/হিমেল-০১