সাড়ে তিন লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে শুক্রবার শ্রীলঙ্কার সাবেক এক কূটনীতিককে গ্রেফতার করা হয়েছে। তিনি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের পরিবারের সদস্য। এর মধ্যদিয়ে রাজাপাকসের পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে।
রাজাপাকসের এই চাচাতো ভাই জালিয়া বিক্রমসূর্যকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।
জালিয়া বিক্রমসূর্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূত হিসেবে কর্মরত ছিলেন। এ সময় ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূতাবাসে একটি আর্থিক লেনদেনের বিষয় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আছে।
বিমান বন্দরের এক কর্মকর্তা জানান, শুক্রবার তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ কর্মকর্তা জানায়, দূতাবাসের জন্য একটি ভবন কেনার অর্থ থেকে তিনি তিন লাখ ৪৫ হাজার ডলার আত্মসাৎ করেন।
তিনি আরও বলেন, এছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।
শ্রীলঙ্কার বর্তমান সরকার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার পরিবারের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার তসরুফের অভিযোগ এনেছে।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮