অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেলবোর্নে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, ওই যুবক কমনওয়েলথ ব্যাংকের মধ্যে হাঁটছিলেন। হঠাৎ তিনি নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালানোর ক্ষেত্রে তিনি লিকুইড ব্যবহার করেছিলেন। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে ব্যাংকের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী অ্যাশলে অ্যাটকিন ফন বলেন, ‘আমি কাছের একটি দোকান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেছি। আমি ভেতরে চার ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাকে কেউ শুনতে পারছেন না বলে আমি চিৎকার করেছিলাম।’
ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জ্যাকি পোইদা বলেন, ২১ বছর বয়সী ওই যুবকের কাছে দ্রুত আগুন জ্বালানোর জন্য কিছু দ্রব্য ছিল। যার মাধ্যমে দ্রুত আগুন ধরে গিয়েছিল।
এই নারী কর্মকর্তা আরও বলেন, এটা ছিল ‘খুব দ্রুত’। এখনই ওই ব্যক্তির উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। গুরুতর আহতদের মধ্যে ওই যুবকও রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-৫