মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
গ্রান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব মিসরের আলেমদের সর্বোচ্চ কমিটির অভিভাবক পরিষদের শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, 'মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে যা মানবতাবিরোধী অপরাধ। এসব নিষ্ঠুর কর্মকাণ্ড সব ধর্মের শিক্ষার বিরোধী ও আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্টতই অপরাধ।'
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসকারী আদিবাসী রোহিঙ্গা মুসলমানরা কয়েক দশক ধরে জাতিগত নিধনের শিকার হচ্ছে। তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮