নাসা প্রেরিত প্রথম মহিলা নভোচারী হলেন পিগি উইটশন। পিগি তার নিজের সারাটা জীবন মহাকাশ গবেষণায় কাটিয়ে দিয়েছেন৷ বর্তমানে এই নারী নভোচারীর বয়স ৫৬ বছর৷ কিছুদিন পরে পিগি উইটশন যখন আবারও মহাকাশের উদ্দেশে রওনা দেবেন তখন তিনিই হবেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা নভোচারী৷ সেই সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার মহাকাশ অভিযানে প্রতিনিধিত্ব করবেন তিনি৷ খবর কলকাতা টোয়েন্টিফোর সেভেন এর।
আগামী শুক্রবার কাজাখস্থানের বাইকোনুর কসমোড্রোম থেকে ছয় মাসের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে যাবেন পিগি উইটশন৷ তাঁর সঙ্গী হবেন যে দুই নভোচারী তারা হলেন রাশিয়ার ওলেগ নোভিস্কি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পিসকুইট৷
জানা গেছে, শুক্রবার মহাকাশের উদ্দেশে রহনা দেওয়ার সঙ্গে সঙ্গেই বারবারা মর্গ্যানের সবচেয়ে বেশি বছর বসয়ে মহাকাশে যাওয়ার রেকর্ড ভেঙে দেবেন পিগি উইটশন৷ এর আগে দুই বার মহাকাশে ছয় মাসের অভিযানে গিয়েছেন পিগি উইটশন৷ ২০০২ সাল ও ২০০৮ সাল৷ দুটি অভিযান মিলিয়ে মোট ৩৭৭ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার৷
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১