যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে দেশটির সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্পের ট্রান্জিশন অফিসের এক সিনিয়ির কর্মকর্তার বরাত এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন এমন এক শীর্ষ কর্মকর্তা যার কাজ হলো মার্কিন প্রেসিডেন্টকে প্রতিদিন পররাষ্ট্র এবং সামরিক বিষয়ে পরামর্শ দেয়া। এ পদে কাউকে নিয়োগ দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে দেশটির সর্বোচ্চ আইনসভা সিনেটের অনুমোদন নেয়ার প্রয়োজন হয় না।
৫৭ বছর বয়সী মাইক ফ্লিন মার্কিন সামরিক বাহিনীতে ৩৩ বছর কর্মরত ছিলেন। সর্বশেষ ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিরোধের জেরে সংক্ষিপ্ত সময়ে দায়িত্ব পালনে শেষে সরে যেতে হয় তাকে।
এদিকে ফ্লিনের নিয়োগের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর তার পুরনো বিতর্কিত বক্তব্যগুলো ফের আলোচনায় এসেছে। অনেকেই মাইক ফ্লিনকে রুশ ঘেঁষা মনে করেন। তিনি রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডের বিশ্লেষক হিসেবেও কাজ করেন। ফ্লিন মনে করেন রাশিয়ার সঙ্গে বিরোধের পরিবর্তে সুসম্পর্কের নীতি গ্রহণ করলে যুক্তরাষ্ট্র লাভবান হবে।
উল্লেখ্য মাইক ফ্লিন একদিকে ট্রাম্পের মুসলিম বিদ্বেষী নীতির সমর্থক। আবার আফগানিস্তানে সিআইএ মুসলিম বন্দিদের নির্যাতনেরও সমালোচক। গত ফেব্রুয়ারিতে এক টুইটারে ফ্লিন জানিয়েছিলেন, মুসলিমভীতিকে তিনি যৌক্তিক মনে করেন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৯