ভারত জুড়ে টাকা বাতিলের সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে উঠেছে ঝড়। আর তার মাঝেই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেদের তৈরি করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।
গতকাল সকালে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি ফাইটার বিমানকে পরীক্ষামূলক ভাবে মহাসড়কে নামিয়ে পর মূহূর্তে তা আবার টেকঅফ করে নেয়। এমন মহড়ার পর থেকে জনমনে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
সাধারণত যুদ্ধ পরিস্থিতিতেই এভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হতে পারে যুদ্ধ বিমান। ফলে, ওই মহড়ার পর কিছুটা হলেও চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মনে।