পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা করেছে ভারতের একটি সাবমেরিন। তবে পাকিস্তানের নৌবাহিনী সে চেষ্টায় সফলভাবে বাধা দিতে সক্ষম হয়েছ। পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম কোলকাতা টুয়েন্টিফোর এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ভারতীয় সাবমেরিন শনাক্ত করে তা পাকিস্তানি জলসীমায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির নৌবাহিনী। যা তাদের নজরদারি ও কর্মদক্ষতার প্রমাণ।
বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ১৬ নভেম্বর পাকিস্তানের দক্ষিণ উপকূলে সন্দেহজনক সাবমেরিনটিকে শনাক্ত করা হয়। শনাক্তকরণ থেকে বাঁচতে সাবমেরিনটি আপ্রাণ চেষ্টা চালায়। তবে তা সত্ত্বেও পাকিস্তানি নৌবহর তা ক্রমাগত অনুসরণ করতে থাকে এবং নিজেদের জলসীমা থেকে বের করে দেয়। গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন সনাক্তকরণে শক্তিশালী লড়াই ও অব্যাহত নজরদারি কেবল পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন-বিরোধী উচ্চ পর্যায়ের সক্ষমতার কথাই বলে না বরং সমুদ্রসীমা রক্ষায় এর অঙ্গীকারকেও প্রতিফলিত করে।
তবে ভারতীয় নৌবাহিনী এ খবরকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ভারতের দাবি, বিভ্রান্তি ছড়াতেই এমন বিবৃতি দিয়েছে বলে দাবি ভারতীয় নৌবাহিনীর। সাবমেরিনটি ভারতের জলসীমায় প্রহরার কাজে নিয়োজিত ছিল।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/ফারজানা