আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন স্টিভ ব্যানন। ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ট্রাম্প প্রশাসন। কিন্তু নির্বাচনী প্রচারণা পর্ব থেকে জয়, পুরো সময়টা জুড়েই সমালোচিত হতে হয়েছে ট্রাম্প ও তার সহযোগীদের। ট্রাম্পের কারণেই আমেরিকার উগ্র জাতীয়তাবাদের উত্থান হয়েছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে- এমন অভিযোগও ওঠেছে।
তবে স্টিভ ব্যানন জানালেন, ট্রাম্প শিবিরের একজন হওয়ায় তার কোনো অনুশোচনা নেই। হলিউড রিপোর্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি উগ্র জাতীয়তাবাদের উত্থানের জন্য উদারপন্থীদেরই দায়ী করেছেন।
স্টিভ বলেন, অন্ধকারই ভালো। ডিক চেনি, ডার্থ বাদের (জনপ্রিয় 'স্টার ওয়ার্স' সিরিয়ালের নেতিবাচক চরিত্র), শয়তান; এরাই শক্তির প্রতীক। এই শক্তিগুলো তখনই আধিপত্য কায়েম করে যখন উদারপন্থীরা ভুল পথে চলা শুরু করে। যখন তারা এসব চরিত্রের কার্যক্রম এবং শক্তি সম্পর্কে উদাসীন হয়ে পড়ে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/ফারজানা