কিছুদিন আগেও ট্রাম্প পরিবার ছিল পৃথিবীর মানুষের কাছে অচেনা। আর এখন বিশ্বের সবচেয়ে আলোচিত নামই ট্রাম্প। এই কয়েক মাসে শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, আলোচনায় এসেছেন স্ত্রী মেলানিয়াও। মানুষ চিনেছে ট্রম্প পরিবারকে। এদের মধ্যে ট্রাম্পকন্যা ইভানকা তার বাবাকে নিয়ে একের পর এক ট্যুইটার পোস্ট দিয়ে লাইমলাইটে চলে আসেন। মানুষ মুগ্ধ হয় তার রূপের ঝলকেও।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ব্যবহারকারীর 'প্রেমপত্রের' কল্যাণে আবারও আলোচনায় এই মার্কিন ফার্স্ট ডটার।
গেল সপ্তাহে ইভাংকার চোখের প্রশংসা করে কবিতা লেখেন উপসাগরীয় দেশের এক অখ্যাত কবি। পরে এই কবিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। খবর আল আরাবিয়ার।
এ পর্যন্ত 'ফর দ্য আইস অব ইভাংকা' ভিডিওটি দেড় লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে।
এতে বলা হয়, ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই তার মেয়ের চোখ বিশ্বকে অভিভূত করেছে।
ইভাংকা ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ