আবু জারিন হুসাইন নামের ওই ব্যক্তি দেশটির পাহাং নামের একটি স্থানে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কীভাবে সাপ ধরতে হয় এবং তাকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু সম্প্রতি তিনি তার পোষা সাপকে বিয়ে করেছেন বলে খবর প্রকাশ পায়। তবে এধরণের খবর প্রকাশ পাওয়াতে অনেকটাই মনঃক্ষুণ্ণ হয়েছেন তিনি। তিনি বলছেন, সাপকে বিয়ে করেননি তিনি। এ খবর সত্য নয়।
৩১ বছর বয়সী হুসাইন একজন মুসলিম। মালয়েশিয়ার স্টার পত্রিকাকে তিনি বলেন, ‘আমি বিবাহিত এবং আমার স্ত্রী ঠিক আছেন। কারণ আমার স্ত্রী জানেন এটি একটি ভুয়া সংবাদ। তারা আমার ছবি ব্যবহার করে ভুয়া প্রতিবেদন করেছে। সেখানে বলেছে, আমি সাপকে বিয়ে করেছি। তার কাছে বর্তমানে চারটি সাপ রয়েছে এবং তিনি এগুলোকে সঙ্গে রেখেছেন তাদের আচরণ বোঝার জন্য।’
উল্লেখ্য যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড পত্রিকার করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘অন্য দেহে পুনর্জন্ম নেওয়া গার্লফ্রেন্ড’-কে বিয়ে করেন হুসাইন। এ মাসের শুরুতে এমন একটি প্রতিবেদন প্রকাশ পায়।
হুসাইন বিবিসিকে বলেন, ‘প্রতিবেদনটিতে আমার ফেসবুক পেজ থেকে নিয়ে ছবি ব্যবহার করা হয়েছে। আমি প্রতিবেদনটি দেখে খুবই মনঃক্ষুণ্ণ। আমি সব সময় সাপ নিয়ে কাজ করে থাকি। কীভাবে সাপকে নিয়ন্ত্রণ করতে হয় এবং তার থেকে নিজেকে রক্ষা করা যায় সে বিষয়ে অন্য কর্মীদের প্রশিক্ষণ দিই।’
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/তাফসীর-৪