মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হলুদ টি-শার্টধারী হাজার হাজার মালয়েশিয়ান বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে গেছেন। শনিবার সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে অংশ নেন 'বেরসিহ' সংগঠনের কয়েক হাজার বিক্ষোভকারী।
এর আগে আরও চারবার হলুদ টি-শার্ট পরে সরকারবিরোধী আন্দোলন হিসেবে পরিচিত ‘বেরসি’ পালন করা হয় দেশটিতে। আর লাল টি-শার্ট পরে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি পালন করে সরকার সমর্থকরা।
উল্লেখ্য, এর আগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হলুদ টি-শার্ট পরে বিক্ষোভ হয়েছিল। প্রধানমন্ত্রী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছিল তখন।
এ দিকে এক বিবৃতিতে নাজিব 'বেরসিহ' সংগঠনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে এ ধরনের সংগঠনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী দলগুলো।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০১