গত শনিবার স্থানীয় সময় বিকালে আন্তর্জাতিক সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের কাছে ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এক টুইটে বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লংঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে চলে এলে সেটিকে পাকিস্তানি সৈন্যরা টার্গেট করে। আগাহি পোস্টের কাছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর পাকিস্তানি সৈন্যরা সেটিকে কুড়িয়ে নেয় বলেও জানিয়েছেন অসীম বাজওয়া।
তবে এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত শুক্রবার পাকিস্তান তাদের সমুদ্র অঞ্চলে একটি ভারতীয় সাবমেরিন আসলে সেটি তাড়িয়ে দেয়ার দাবি করে। যদিও পাকিস্তানি নৌবাহিনীর সে দাবি নাকচ করে দেয় ভারত।
বিডি প্রতিদিন/এ মজুমদার