ব্রাজিলে সন্ত্রাসীর গুলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হয়। ব্রাজিলের পুলিশ বিভাগ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিষয়টি জানাবো।
জানা যায়, হেলিকপ্টারটি পুলিশের একটি অভিযানে সহায়তার জন্য যাচ্ছিল। এ সময় সেখানে কিছু গুলির শব্দ শোনা গেছে। তবে সন্ত্রাসীদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ২০১৬ সালে অলিম্পিকের আয়োজন করা রিও ডি জেনিরোতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে বেড়েছে পুলিশের। সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু সংঘর্ষে পুলিশসহ সন্ত্রাসীদের অনেকে নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার