মিশরে পলাতক দুই সাংবাদিককে সাংবাদিক ইউনিয়নের অফিসে আশ্রয় দেয়ার অভিযোগে দেশটির একটি আদালত সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ তিন সাংবাদিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জানা যায়, কায়রোর ওই আদালত গতকাল শনিবার মিশর প্রেস সিন্ডিকেটের সভাপতি ইয়েহিয়া কালাশ ও সাংবাদিক ইউনিয়নের অপর দুই সদস্য খালেদ আল-বালশি এবং গামাল আব্দের রহীমসহ তিন জনকে এই কারাদণ্ড দেয় ।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে কায়রোর প্রতি আহ্বান জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার