নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দলের সমালোচক মিট রমনির সঙ্গে শনিবার বৈঠক করেছেন। নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্পের মালিকানাধীন গল্ফ কোর্সে ৮০ মিনিটের ওই বৈঠকের বিস্তারিত তারা কেউ কিছু জানান নি। তবে এই ব্যাপারে মিট রমনি শুধু জানিয়েছেন, এই আলোচনা অনেক দূর যাবে।
মিট রমনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে নিজ দলের প্রার্থী ট্রাম্পকে ‘প্রতারক’ হিসাবে আখ্যায়িত করেছিলেন। আর ট্রাম্প বলেছিলেন, ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে রমনির প্রার্থী হওয়াটা ছিল ‘খুবই বাজে’ বিষয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার