ভারতের উত্তর প্রদেশের কানপুরে যাত্রীবাহী ট্রেন পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও দেড়শ’ মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এ দুর্ঘটনায় প্রত্যেক নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রবিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে দেওয়া হবে দুই লাখ রুপি ও গুরুতর আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি।
সেই সঙ্গে দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভুও প্রত্যেক নিহতের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়ে তিন লাখ রুপি দেওয়ার কথা জানিয়েছিলেন।
এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানিয়েছিলেন, কানপুরের এই দুর্ঘটনায় নিহতের পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি এবং গুরুতর আহতদের পরিবারকে ৫০ হাজার ও ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/ তাফসীর-১৯