৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ১২ দিন হয়ে গেল। এখনও মানুষ ব্যাংক থেকে ব্যাংকে দৌঁড়াচ্ছে নতুন নোটের আশায়। যার ভাগ্য ভাল, তার জুটছে নতুন নোট, যার কপাল খারাপ, তাকে খালি হাতেই ফিরতে হয়েছে। আসল-নকলের চক্রবূহ্যে ভারতবাসীর জীবন যখন দুর্বিসহ, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট যখন ঠিকমতো বাজারে নিজের অস্তিত্ব জানানই দিতে পারেনি, তখন তার নকশা প্রায় হুবহু কপি করে হ্যান্ডব্যাগ তৈরি করে ফেলেছে প্রতিবেশী দেশ চীন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আনেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা।
নতুন নোট হাতে আসছে বটে, তবে তা বেশিরভাগই ২০০০ টাকার নোট। এই নোট ভাঙাতে কালঘাম ছুটছে দেশবাসীর। কারণ খুচরা কারও কাছেই খুব একটা বেশি নেই। আর যাদের কাছে আছে তারা নিজেদের কাছেই জমিয়ে রাখতে বেশি পছন্দ করছেন। টাকার এই টালমাটালেই নকল এই টাকার ব্যাগগুলি বাজারে ছড়িয়ে দিতে চাইছে চীন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ