মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতা করায় এবার তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার উত্তরপ্রদেশের আগ্রায় একটি অনুষ্ঠান থেকে মমতার নাম না করে প্রধানমন্ত্রী বলেন, যেসব রাজনৈতিক নেতাদের মদদে ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থায় গচ্ছিত সাধারণ মানুষের কোটি কোটি রুপি লুট হয়েছে তারাই আজ সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন?
আগ্রায় গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের উদ্বোধন করে মমতাকে তোপ দেগে মোদি বলেন, ‘আমি জানি কারা কারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? দেশ কি জানে না ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থায় কাদের রুপি গচ্ছিত ছিল? কোটি কোটি গরীব মানুষ তাদের সঞ্চয়ের রুপি গচ্ছিত রেখেছিল এই অর্থলগ্নিকারী সংস্থায়। কিন্তু কিছু কিছু রাজনীতিবিদদের আর্শীবাদে সাধারণ মানুষের সেই কোটি কোটি রুপি গায়েব হয়ে গেল। এতে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ইতিহাস তার সাক্ষী আছে। রাজনৈতিক নেতাদের মদদেই গরীবের গচ্ছিত সেই কোটি কোটি রুপি লুট করা হয়। আর আজ তারাই আমার দিকে আঙুল তুলছেন?’
তবে নাম নিলেও মোদির নিশানা যে মমতাই ছিল তা পরিস্কার। কারণ নোট বাতিলের পর তৃণমূল নেত্রী মমতাই প্রথম বিরোধিতায় সরব হন। কখনও দিল্লি আবার কখনও কলকাতা থেকেই গেরুয়া শিবিরের দিকে তোপ দাগেন মমতা। আক্রমণ করতে ছাড়েননি মোদিকেও।
তবে মোদির মন্তব্যের পরই ট্যুইট করে তার পাল্টা তোপ দেগেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘যিনি আপনার নীতির বিরোধিতা করবেন, তাকেই দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন। আপনি কি ম্যাজিশিয়ান? আপনি সাধারণ মানুষের কথা শুনুন, তাদের দুঃখ অনুভব করুন। মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তারা কষ্ট ভোগ করছে। তাদের কষ্টকে আপনি তামাশা ভাববেন না। আপনার নীতিতে মানুষের কষ্ট নয়, সুরাহা হওয়া উচিত’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ