আর্জেন্টিনায় রবিবার রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আর্জেন্টিনায় গত আটদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ভূমিকম্প অনুভূত হলো। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি খবর বা সুনামির সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার সান জুয়ান শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চিলি সীমান্তের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ট থেকে ১১৫ মাইল গভীরে।
বিডি প্রতিদিন/ ২১ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০