দুই বছর আগে ইরাকের বেশ কয়েকটি গ্রামে আইএস উড়িয়েছিল কালো পতাকা। তখন থেকেই সেসব এলাকার স্কুলগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়নি। দক্ষিণ মসুলের আওসাজা গ্রামের বাসিন্দা আইএসমুক্ত হয়েছে। আর তারপরই স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি ইরাকের জাতীয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন জোট মসুল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে। আর তার পর থেকেই পাল্টাতে শুরু করেছে ছবিটা। মসুলের কিছু এলাকা ইতোমধ্যে পুনরুদ্ধারও করেছে সেনা। জঙ্গিমুক্ত হয়েছে ইরাকের বেশ কিছু অংশ। তাই এবার সেজে উঠছে স্কুলগুলিও। দেওয়ালে পড়েছে রঙের পোঁচ। যদিও জঙ্গিদের দখল থেকে মুক্ত হওয়ার পর মূলস্রোতে ফিরতে গ্রামবাসীদের কিছুটা সময় লাগবে বলে মনে করছেন অনেকে। ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ইতোমধ্যেই সাতশ' জনের ভর্তির আবেদন জমা পড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে শিক্ষকের সংখ্যা মাত্র তিন। অর্থাৎ শিক্ষার পরিকাঠামোই আর নেই। তবে শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে স্কুলে যেতে পারায় খুব খুশি।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৪