আবারও কাশ্মীর সীমান্তের রাজৌরিতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। এতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল গভীর রাতে পাক সীমান্তরক্ষীরা রাজৌরিতে এ গুলি বর্ষণ করে। বিএসএফও পালটা গুলি চালিয়েছে। রাতভর দুই পক্ষের গুলি বিনিময় হয়। খবর পিটিআই'র।
এর আগে শনিবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জম্মু-কাশ্মীরের নৌশেরা ও সুন্দরবনী সেক্টরে গুলি চালায় পাকিস্তান। এতে এক বিএসএফ জওয়ান ও স্থানীয় মহিলা জখম হন। এছাড়া কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরপর তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৫