২০১৪ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের শাসনভার গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে দেশবাসীর জন্য নিয়ে এসেছিলেন সুদিনের আশ্বাস। বিরোধীদের নানা প্রকার আক্রমণের মাঝেও অনবরত এক রাশ আশার আলো দেখিয়ে গেছেন ভারতের ১৬তম প্রধানমন্ত্রী।
যদিও মোদির আশার আলো ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে শুরু হয়নি। ১৯৭৫ সালেই ভারতের বাজারে ছিল মোদি লণ্ঠন। বিশ্বায়নের বদৌলতে কেরোসিন তেলে জ্বলা সেই লণ্ঠন এখন লুপ্তপ্রায়। কাকতালীয়ভাবে চার দশক পরে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। সেই নাম হাতিয়ার করেই লুপ্তপ্রায় লণ্ঠন নিলামে উঠেছে চড়া দামে। নিলামে চার দশক আগের মোদি লণ্ঠনের দাম ধার্য করা হয়েছে ৫০ লক্ষ রুপি। সূত্র: কলকাতা২৪.কম।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/মাহবুব