জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ফের চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। জার্মান মূল্যবোধ ও জীবনযাত্রার ধরণ অক্ষুণ্ণ রাখতে আমি আবারও লড়াইয়ের সুযোগ চাই। বার্লিনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের এক সভায় এই কথা বলেন তিনি।
ন্যাশনালিস্ট অল্টারনেটিভ পার্টি জার্মানির (এএফডি) প্রতিনিধি অ্যাঞ্জেলা মার্কেল চ্যান্সেলর হিসেবে ২০০৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। ভোটের লড়াইয়ে মার্কেলের অবস্থা আগের মতো না হলেও এখনো তার প্রতি জার্মানদের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখেই প্রচারণা শুরু করেছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
বিডি প্রতিদিন/এ মজুমদার