মিয়ানমারে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর দীর্ঘ বন্দুকযুদ্ধ হয়েছে। এই বন্দুকযুদ্ধে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও বেশকিছু সেনা আহত হয়েছেন।
বিবিসির বার্মিজ সার্ভিসের তথ্য মতে, রবিবার ভোর থেকেই ভারি অস্ত্রে সজ্জিত হয়ে জাতিগত বিদ্রোহীরা একটি পুলিশ চেকপয়েন্ট আক্রমণ করে। এরপর থেকেই এই লড়াই শুরু হয়। বিদ্রোহীদের নিক্ষিপ্ত বোমায় কয়েকটি সেতু ও কিছু দোকানপাট ধ্বংস হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর সীমান্তবর্তী মুসে এবং কুটকাই শহরের কাছে পুলিশ ও সামরিক বাহিনীর ফাঁড়ির ওপর অতর্কিত আক্রমণ চালায় এ তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপ। তাদের সংখ্যা অন্তত ৬০০ হবে জানা যায়। এর ফলে স্থানীয় বেসামরিক লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬