আফগানিস্তানের কাবুলে বাকির উল উলুম নামে একটি শিয়া মসজিদে আজ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ওই মসজিদে এই হামলায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। জানা যায়, একটি অনুষ্ঠান চলাকালীন সময় জনবহুল শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।
শিয়া মুসল্লিদের উপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার