ফ্রান্সে হ্যারিকেন ঝড়ের প্রভাবে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার ফ্রান্সের পশ্চিম ও উত্তর-পশ্চিমে ঝড়ের কারণে বিদ্যুৎ সেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। এর ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ৭০,০০০ পরিবার।
ফ্রান্সের জাতীয় আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা জানায়, ১৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে ফ্রান্সের ব্রেটন পেনিনসুলা ও নরমাডির সমুদ্র উপকূলবর্তী এলাকায়। প্রতি বছর এই অঞ্চলে এই ধরনের ঝড় দুই থেকে তিন বার হয়।
স্থানীয় সুত্রের তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতা এতটাই তীব্র ছিল যে চলন্ত গাড়ী উল্টে পাশের গাছে গিয়ে ধাক্কা লেগে একজন নারী আহত হয়। স্থানীয় প্রশাসন ফায়ার বিগ্রেড, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দপ্তরকে স্বজাগ থাকার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি আবহাওয়া এজেন্সির মতে সোমবারের মধ্যেই অনেকটাই কমে যাবে ঝড়ের প্রভাব।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০