মুদ্রার মান কমানোয় চীনের কঠোর সমালোচনা করলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে একাধিক পোস্ট করে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের বক্তব্য, 'চীন কী নিজেদের মুদ্রার মান কমানোর ব্যাপারে আমাদের জানিয়েছে? এ সিদ্ধান্তের মাধ্যমে তারা যা করতে চাচ্ছে আমি তার সঙ্গে একমত নই।' খবর বিবিসির।
ট্রাম্পের মতে, চীনের রফতানিকারকরা এ সিদ্ধান্তের কারণে অনেক সুবিধা পাবে। আর আমেরিকার কোম্পানিগুলো প্রতিযোগিতার দিক থেকে পিছিয়ে পড়বে। ট্রাম্প আরও বলেন, চীন আমেরিকার পণ্যের ওপর অনেক বেশি করের বোঝা চাপাচ্ছে। অথচ আমেরিকা তা করছে না।
গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে প্রথা ভেঙে কথা বলেন ট্রাম্প। ১৯৭৯ সালের পর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্ট এটা করেননি। কারণ, 'তাইওয়ান কোনো আলাদায় দেশ নেয় বরং এটা চীনেরই একটা অংশ' এটা মেনে চলে আমেরিকা। ট্রাম্পের এমন সিদ্ধান্তে চীন ক্ষুব্ধ হয়েছে বলেও ধারনা করা হচ্ছে। মুদ্রার মান কমানোর বিষয়টি ট্রাম্পের ওই আচরণের জবাব হিসেবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা