ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টিসহ দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল ৫টি দেশের হ্যাকাররা। সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতর থেকে দু’–তিনদিন আগে নাকি এমনটাই জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, হ্যাকারদের আইপি অ্যাড্রেস দেখে জানা গেছে, কংগ্রেস এবং দলের সহ সভাপতি রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সুইডেন, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ড—এই পাঁচটি দেশ থেকে অ্যাকাউন্ট দু’টি পরিচালনা করা হয়েছিল।
গত ৩০ নভেম্বর রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টা এবং পরদিন সকাল সাড়ে ১০টার দিকে অ্যাকাউন্ট দু’টি পরিচালনা করেছিল হ্যাকাররা। এর মধ্যে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অবমাননাকর কথাবার্তা লেখা হয়।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব