দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৪৮ আরোহীর মধ্যে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪২ মিনিটে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে পিকে-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। তবে এর কিছুক্ষণ আগে বিমানের ইঞ্জিন ত্রুটির কথা জানিয়েছিল পাইলট।
বিধ্বস্ত বিমানে ৪২জন যাত্রী, ৫ জন ক্রু এবং একজন প্রকৌশলী ছিলেন। এদের মধ্যে ৩ জন বিদেশি, যাদের দুইজন অস্ট্রিয়ার আর একজন চীনের নাগরিক। এছাড়া বিমানটিতে ছিলেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়েদ জামশেদ। অ্যাবোটাবাদের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব