ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। বুধবার সোনিয়া গান্ধির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইটারে এক পোস্টে এই শুভ কামনা করেন মোদি।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) নিজের জীবনের সাত দশক অতিক্রম করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তার ৭০তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে দেশটির প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, 'সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘায়ু হতে পারেন।'
১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম